বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আজ সড়ক দুর্ঘটনায় ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদ গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার আন্ডারপাসের পাশে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের এক চিকিৎসক জানান, তার ডান ও বাম হাতের হাড় নড়ে গেছে। তার এই হাড় সঠিক স্থানে প্রতিস্থাপনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, একটি শিশুকে বাঁচাতে গিয়ে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হন। তিনি জানান, ঘটনাস্থলে সিসি ক্যামেরা খোঁজা হয়েছে। সেখানে কোন সিসি ক্যামেরা পাওয়া যায়নি। এখনো পর্যন্ত ওই প্রাইভেটকারের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত