ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : তথ্যসন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গণতন্ত্রকে নিরাপদ ও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অনেক বিকশিত হয়েছে।
এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তথ্য সন্ত্রাস গণমধ্যমের পবিত্রতা নষ্ট করে। গুজব ও খণ্ডিত তথ্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা নষ্ট করে। এ জন্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হলে খণ্ডিত তথ্য ও তথ্য সন্ত্রাস থেকে গণমাধ্যমকে দূরে রাখতে হবে।
এবিএন/মমিন/জসিম