![ফরিদুর রেজা সাগরের শুভ জন্মদিন আজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/22/sagor_63528.jpg)
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ ২২ ফেব্রুয়ারি। লেখক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরিদুর রেজা সাগর। তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।
তার পিতা মো. ফজলুল হক, যিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন। তার মাতা কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। সাগর বাল্যবয়সে তার পিতার পরিচালনায় ‘প্রেসিডেন্ট’ নামে শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গেও জড়িত ছিলেন।
তিনি দারুচিনি দ্বীপ (চলচ্চিত্র-২০০৭), স্বপ্নডানায় (২০০৭), আমার বন্ধু রাশেদ (২০০৯), থার্ড পারসন সিঙ্গুলার নম্বর (২০০৯), ঘেটুপুত্র কমলা (২০১২), জালালের গল্প (২০১৪) ইত্যাদি চলচ্চিত্রে প্রযোজক হিসেবে কাজ করেন।
তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার (২০০৫) ও গণমাধ্যম শাখায় একুশে পদক ২০১৫ লাভ করেন।
এবিএন/এসএ/জসিম/সাদিক