![নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ঢাকায় সাংবাদিকদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/25/bfuj-logo_56694_57250_64108.jpg)
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ঢাকায় আজ সাংবাদিকরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে ঢাকায় আগত সারাদেশের সাংবাদিকরাও এই মানববন্ধনও সমাবেশে যোগ দেন।
সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল। মহাসচিব ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে নবম ওয়েজ বোর্ডে গঠন করা না হলে সারাদেশের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। নবম ওয়েজবোর্ড গঠন করা নিয়ে কোন বিলম্ব না করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরির বিরুদ্ধে জাতীয় সংসদে কয়েকজন এমপির দেয়া বক্তব্যের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার আহবান জানান।
এছাড়া অবিলম্বে প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার জন্য দাবি জানান নেতৃবন্দ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ খুলনা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ ও মানববন্ধনের পর জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক ও কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল অতিরিক্ত সাধারণ সভায় সংগঠনের পক্ষে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম , খুলনা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকগণ তাদের ইউনিয়নের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এইসব রিপোর্ট নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন সাংবাদিক প্রতিনিধিরা। বিএফইউজে’র যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পূলক সভা পরিচালনা করেন।
এবিএন/জনি/জসিম/জেডি