![‘হলুদ সাংবাদিকতা বন্ধে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/01/111_64763.jpg)
সিরাজগঞ্জ, ০১ র্মাচ, এবিনিউজ : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে হলুদ সাংবাদিকতা বন্ধে সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন। সরকার এর জন্য কাজ করছে। ইতিমধ্যেই সারা দেশে সাংবাদিকদের তালিকা তৈরী শুরু হয়েছে। যেন তেন ব্যক্তি যেন এই মহান পেশায় আসতে না পারে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউজে প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধি সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, প্রেস কাউন্সিলকে সাংবাদিক বান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারন সম্পাদক আব্দুল মতিন, বাসস এর সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম তফিজ উদ্দিন, সাধারন সম্পাদক ফজল এ খোদা লিটন, সিনিয়র সাংবাদিক আব্দুর কুদ্দুস,সুকান্ত সেন, একরামুল হক, মোস্তাক আহমেদ নওশাদ প্রমুখ।
এ মত বিনিময সভায় সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। এর আগে প্রধান অতিথি সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের প্রতিনিধি নিহত সাংবাদিক শিমুলের পরিবারকে এক লাখ টাকা নগদ অনুদান প্রদান করা হয়। শিমুলের স্ত্রীর পক্ষে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এই টাকা গ্রহণ করেন। অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল এই অর্থ প্রদান করেন।
এবিএন/তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক