![এসএ টিভির অনুষ্ঠানপ্রধান জিনাত গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/10/satv@abnews_66361.jpg)
ঢাকা, ১০ মার্চ, এবিনিউজ : বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেপ্তার করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জেরিন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাঁকে আদালতে উপস্থাপন করা হবে।
এবিএন/মমিন/জসিম