![আজ সাংবাদিকদের রাজপথ অবরোধ কর্মসূচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/12/bfuj-logo_56694_57250_64108_66599.jpg)
ঢাকা, ১২ মার্চ, এবিনিউজ : সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবিতে আজ রবিবার সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।
শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় এ কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজনে পালিত হবে। সমাবেশে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, সাব-এডিটরস কাউন্সিল, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বিএফইউজে সারাদেশের সাংবাদিক ইউনিয়নসহ সকল গণমাধ্যম সংগঠনকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি