![সাংবাদিক আফতাব হত্যা: রায় ঘোষণা ২৮ মার্চ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/20/aftab_67988.jpg)
ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল আগামী ২৮ মার্চ রায় ঘোষণা করবেন। অাজ সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে এ রায় ঘোষণার দিন ঠিক করেন। মামলার আসামিরা হলেন, আফতাব আহমদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি, মো. সবুজ খান ও মো. রাসেল।
উল্লেখ্য, ডাকাতিপূর্বক হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩৯৬ ধারায় এই আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ জুলাই চার্জ গঠন করে আদালত। আসামিদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চার তলার ওই বাড়ির তৃতীয় তলায় আফতাব আহমেদ একাই থাকতেন। লাশ উদ্ধারের সময় তার বাসার আলমারিসহ প্রায় সবকটি আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। লুট করা হয় নগদ টাকা, দুটি বাক্সে ভরা তার কর্মজীবনে ব্যবহৃত সবকটি ক্যামেরা ও দুর্লভ ছবি।
এবিএন/জনি/জসিম/জেডি