![মেয়র আরিফুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/03/arif@abnews_70482.jpg)
ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ: সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। আজ সোমবার এই আদেশ দেয় হাইকোর্ট। আরিফুলের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এ স্থগিতাদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।
দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই ফের সাময়িক বরখাস্ত হওয়া আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সকালে রিট আবেদনটি দায়ের করেন তার আইনজীবী আব্দুল হালিম ক্বাফী।
আরিফুল হক চৌধুরীকে গতকাল রবিবার সাময়িক বরখাস্ত করা হয়। মেয়রের চেয়ারে বসার দুই ঘণ্টার মাথায় আবার সাময়িক বরখাস্তের এই আদেশ পান সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী। এবিষয়ে, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, দুপুর ২টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া আদেশ কপি তার হাতে এসে পৌঁছে। এরপর তিনি কপিটি মেয়রের কাছে পাঠিয়ে দেন। তবে কেন আবার তাকে বরখাস্ত করা হয়েছে তা বলতে পারেননি তিনি।
তবে নগর ভবনের একটি সূত্র জানিয়েছে, সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাকে ফের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে ২৭ মাস পর মেয়রের দায়িত্বে ফিরেছিলেন নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
এবিনিউজ/মমিন/জসিম