শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • দায়িত্ব পালনে বাধা কাটল: মেয়রের চেয়ারে আরিফুল

দায়িত্ব পালনে বাধা কাটল: মেয়রের চেয়ারে আরিফুল

দায়িত্ব পালনে বাধা কাটল: মেয়রের চেয়ারে আরিফুল

সিলেট, ০৬ এপ্রিল, এবিনিউজ : আজ বৃহস্পতিবার বেলা ৩টা ২১ মিনিটের সময় মেয়রের চেয়ারে বসেছেন আরিফুল হক চৌধুরী। এর আগে বেলা তিনটার দিকে তিনি নগরের কুমারপাড়ার বাসা থেকে বের হন। গাড়ি দিয়ে নগর ভবনে পৌঁছালে তাকে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন চেম্বার আদালত। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এই আদেশ দেন। এর ফলে আরিফুল হক চৌধুরীর মেয়র হিসেবে দায়িত্ব পালনে আপাতত বাধা কাটল বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আরিফুল হক চৌধুীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে মোমতাজ উদ্দিন ফকির বলেন, হাইকোর্টের আদেশ পাওয়ার পর বরখাস্তের আদেশ স্থগিতের বিরুদ্ধে লিভ টু আপিল করার বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল ৫ এপ্রিল হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ২ এপ্রিল সিলেটের মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এরপর আরিফুলের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৩ এপ্রিল সরকারের আদেশ স্থগিত করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে তিন দিনের রুল জারি করেন।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত