সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩১
logo
  • হোম
  • মিডিয়া
  • বাদীর সঙ্গে আপসের শর্তে সাংবাদিক রাজুর জামিন

বাদীর সঙ্গে আপসের শর্তে সাংবাদিক রাজুর জামিন

বাদীর সঙ্গে আপসের শর্তে সাংবাদিক রাজুর জামিন

ঢাকা, ০৩ মে, এবিনিউজ : চাঁদাবাজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জামিন দিয়েছেন আদালত। বাদীর সঙ্গে আপসের শর্তে বুধবার মহানগর হাকিম আহসান হাবিব এ জামিন দেন।

কোম্পানির পক্ষ থেকে রাজুর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়। একইসঙ্গে চাঁদাবাজির মামলাও দেওয়া হয়।

এর আগে, গত রবিবার সেগুনবাগিচায় নিজ কর্মস্থল থেকে রাজুকে গ্রেফতার করে পুলিশ। এরপর রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমবার (তদন্ত) আলী হোসেন আহমেদ রাজুকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক রাজুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলাটি করেছে ওয়ালটন গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজেদের অনলাইন মাধ্যমে ওয়ালটনের মোবাইল ফোন নিয়ে একাধিক নিউজ করা ও উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে এ মামলা করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত