বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • ব্লগার অনন্ত হত্যা মামলা: অভিযোগ গঠন ২৩ মে

ব্লগার অনন্ত হত্যা মামলা: অভিযোগ গঠন ২৩ মে

ব্লগার অনন্ত হত্যা মামলা: অভিযোগ গঠন ২৩ মে

সিলেট, ০৯ মে, এবিনিউজ : সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ছয়জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে ২৩ মে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এছাড়া আলোচিত এ মামলার অভিযোগপত্র থেকে ফটোসাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগের অভিযোগপত্রে ৫ জনকে আসামি করা হলেও সম্পূরক অভিযোগপত্রে নতুন করে যুক্ত করা হয়েছে উগ্রপন্থী ব্লগার সাফিউর রহমান ফারাবীর নাম। গতকাল সোমবার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ চার্জশিট গ্রহণ করেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, গতকাল সোমবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। আগামী ২৩ মে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়।

মফুর আলী আরও জানান, অভিযোগপত্র থেকে ফটোসাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর সম্পূরক অভিযোগপত্রে নতুন করে যুক্ত করা হয়েছে সাফিউর রহমান ফারাবীর নাম।

চার্জভুক্ত আসামিরা হলো- আবুল হোসাইন (২৫), ফয়সল আহমদ (২৭), হারুনুর রশীদ (২৫), মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি ওরফে এবি মান্নান (২৪), আবুল খায়ের রশীদ আহম্মেদ (২৪) ও সফিউর রহমান ফারাবি ওরফে ফারাবি সাফিউর রহমান (৩০)। এর মধ্যে প্রথম তিন আসামি পলাতক ও অপর তিন আসামি কারগারে রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি গোয়েন্দা পুলিশ পরিদর্শক আরমান আলী সম্পূরক চার্জশিট নং-৫ দাখিল করেন। আদালত ৬ জনের বিরুদ্ধে চার্জ গ্রহণ করে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন। এসময় জামিনে থাকা ওই মামলার আসামি ইদ্রিস আলী ও মোহাইমিন নোমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদ বাজারে বাসা থেকে অফিসে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে। একদিন পর তার বড় ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ৪ জনকে আসামি করে মামলা করেন। বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে অনন্তকে খুন করেছে বলে সেখানে অভিযোগ করা হয়। এই হত্যাকাণ্ডের পর আনসার বাংলা-৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। আর তদন্তের এক পর্যায়ে লেখক অভিজিৎ রায় হত্যায় গ্রেফতার কয়েকজনকে অনন্ত বিজয় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয় দুই হত্যাকাণ্ডের পেছনে একই দল রয়েছে। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেয়া হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত