![ইনকিলাবের সামনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/10/inqilab_77081.jpg)
ঢাকা, ১০ মে, এবিনিউজ : দৈনিক ইনকিলাবের শতাধিক সাংবাদিক-কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ইনকিলাব ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছে সাংবাদিকরা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেনে বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীসহ সাংবাদিক নেতারা উপস্থিত আছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ