রাজবাড়ী, ০৩ জুন, এবিনিউজ : রাজবাড়ী জেলার প্রবীণ সাংবাদিক সাবেক দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি এবং বর্তমান বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিমাংশু কুমার সাহাকে শেষ শ্রদ্ধা জানালো সহকর্মী সহ ভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে সহকর্মী সাংবাদিক, রাজনীতিক নেতৃবন্দ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়।
প্রথমে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খন্দকারি আব্দুল মতিন। এসময় সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী ১আসেরন এমপি কাজী কেরামত আলী, যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। এসময় জেলা আওয়মী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম। এসময় জেলা বিএনপির অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এভাবেই একে একে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, সদস্য বৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন এই প্রবিন সাংবাদিকের প্রতি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক হিমাংশু কুমার সাহাকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে পারিবারিক সশানে তার সৎকাজ করার উদেশ্যে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২ জুন) দুপুর ১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে রাজবাড়ী সাংবাদিক সমাজ গভীর শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক হিমাংশু কুমার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের প্রয়াত গৌর হরি সাহার ছেলে। তিনি ৩৫ বছর যাবত জেলা শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, জামাতা, দুই নাতি-নাতনি ও পাঁচ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মঞ্জু রানী সাহা অবসরপ্রাপ্ত শিক্ষিকা। হিমাংশু কুমারের জামাতা পরিমল কুরি জানান, হিমাংশু কুমার ২০১০ সালে ব্রেইন স্ট্রোক করার পর থেকে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।
২০১৫ সাল থেকে তিনি একা চলাফেরা করার সামর্থ্য হারিয়ে ফেলেন। গত ২২ মে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৩ মে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মে তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার দুপুর ১টার দিকে মারা যান তিনি। পরিমল আরো জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাংবাদিক হিমাংশু কুমারের মরদেহে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি বারবাকপুরে নিয়ে পারিবারিক শ্মশানে শেষকৃত্য করা হবে। রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, সাংবাদিক হিমাংশু কুমার রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য।
৩৫ বছর তিনি রাজবাড়ী জেলায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন। কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে দৈনিক ভোর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
হিমাংশু কুমারের মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক এবং দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ ও সাধারন সম্পাদক শিহাবুর রহমান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক দেবাশিষ বিশ্বাস, গভীর শোক প্রকাশ করাসহ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এবিএন/শংকর রায়/জসিম