![বংশালে বোন হত্যা : ভাইসহ দুইজনের মৃত্যুদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/04/bonshal-sistermurder@abnews_81422.jpg)
ঢাকা, ০৪ জুন, এবিনিউজ : রাজধানীর বংশালে পাওনা টাকার জন্য বোনকে হত্যায় ভাইসহ দুজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। মৃত্যুদন্ডের পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- আকবর হোসেন ও তোফাজ্জাল হোসেন জুয়েল। এর মধ্যে তোফাজ্জল পলাতক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি আকবর হোসেন (৪২) ও ভিকটিম আসমা আক্তার আসিয়া (৬০) ভাই-বোন। তাদের মধ্যে অর্থ লেনদেন দিয়ে পূর্বশক্রতা ছিল। ২০১৫ সালের ৫ আগস্ট পরিকল্পিতভাবে আসামি আকবর হোসেন ও তার সহযোগী তোফাজ্জাল হোসেন ভিকটিমের বংশালের বাসায় কথা কটাকাটি করতে থাকে।
একপর্যায়ে আসামিরা জোরপূর্বক ভিকটিমকে মুখে রুমাল ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে ফয়সাল আহমেদ সুমন বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ২৯ অক্টোবর বংশাল থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এবিএন/আদালত/ডেস্ক/জসিম/রাজ্জাক