![ইফতারের ১০ মিনিট আগে আজান, বিটিভির তিনজনের বিরুদ্ধে মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/btv.abnews24_81503.jpg)
ঢাকা, ০৫ জুন, এবিনিউজ : ইফতারের ১০ মিনিট আগেই মাগরিবের আজান প্রচারের অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চেয়ারম্যান-মহাপরিচালকসহ ৩জনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মো. আবু সাঈদের আদালতে ঢাকা বারের আইনজীবী এনামুল হক খান মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলায় বিটিভির চেয়ারম্যান ছাড়াও মহাপরিচালক ও এক সংবাদ উপস্থাপিকাকে আসামি করা হয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম