শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঈদের কেনাকাটায় প্রিয়শপ ডটকমের অফার

ঈদের কেনাকাটায় প্রিয়শপ ডটকমের অফার

ঢাকা, ০৫ জুন, এবিনিউজ : দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকম (PriyoShop.com)প্রতিবারের মতোআয়োজন করেছে মাসব্যাপী ‘অনলাইন ঈদ শপিং ফেস্টিভাল’। ঈদ উপলক্ষ্যে নানা অফারে সাজানো হয়েছে এই ফেস্টিভাল। আপনার শপিং-এর একটি অংশ ব্যয় করা হবে গরীব শিশুদের ঈদের পোশাকে,৫০০ টাকার উপরে শপিং করলেই নিশ্চিত ক্যাশ ভাউচার,থাকছে যেকোন মূল্যের কেনাকাটায় প্রিয়জনসহ হেলিকপ্টারে উড়ার সুযোগ।ঈদের কেনাকাটায় প্রিয়শপ ডটকমের অফার

এছাড়া বিভিন্ন পেমেন্ট মেথডে রয়েছে ছাড় ও ক্যাশব্যাক। তার মধ্যে বিকাশে পেমেন্টে ২০% ক্যাশব্যাক,এ্যামেক্স কার্ড পেমেন্টে ১০% ছাড়, মাস্টার কার্ড ব্যবহারকারীদের ১০% ছাড় এবং ইবিএল কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন ৫% ডিসকাউন্ট।ঈদের কেনাকাটায় প্রিয়শপ ডটকমের অফার

থ্রি-পিস, গজ কাপড়, শাড়ি, বাহারি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, বাচ্চাদের ড্রেস, ইম্পোর্টেড জুয়েলারি, রোদ চশমা, ঘড়ি, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস, ও প্রসাধনীসহ বাহারি সব পণ্যের পসরা নিয়ে সেজেছে প্রিয়শপ ডটকম। প্রায় প্রতিটি পণ্যেই রয়েছে ঈদের বিশেষ মূল্যছাড়।প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, পৃথিবীর যেকোন প্রান্ত হতে ঝামেলাহীন ঈদের কেনাকাটায় পছন্দের পণ্যটি ঘরে বসেই অর্ডার করার নির্ভরযোগ্য সমাধান দিতেই এই আয়োজন।

প্রিয়শপ ডটকমে অনলাইনে, ফোনে এবং স্যোশাল মাধ্যমেও অর্ডার নেয়া হয় এবং সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ ৭২ ঘন্টায় ডেলিভারি দেয়া হয়। ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ভিসা/মাস্টার/এ্যামেক্স কার্ড, ব্যাংক ডিপোজিটেরমাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। এছাড়া অনলাইন পেমেন্ট সুবিধা থাকায় প্রবাসী বাংলাদেশীরাও প্রিয়জনের জন্য ঈদ শপিং করতে পারবে। আগ্রহীরাwww.priyoshop.comসাইট ভিজিট করে ঝামেলাহীন নিশ্চিন্ত অনলাইন ঈদের কেনাকাটা উৎসবের বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত