![আজান সম্পর্কিত বিটিভি’র ব্যাখ্যা প্রদান: মামলা খারিজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/btv1_81635.jpg)
ঢাকা, ০৫ জুন, এবিনিউজ : ইফতারির ১০ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করায় বিটিভি চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠকসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য বিচারিক আদালতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ড. এনামুল হক খান শিশির। তবে গতকাল রবিবার সিএমএম বিচারক মো. আবু সাঈদের আদালত মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছেন।
মামলার বিবরণে দেখা যায়, মামলার বাদী শনিবার ইফতারের আগে পরিবারসহ বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে ইফতার শুরু করে ফেলেন এবং পরবর্তীতে ঘড়ি দেখে বিহ্বল হয়ে পড়েন তিনি। মুসলিম প্রধান দেশে বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রেখে এবং ভুল সময়ে আজান দিয়ে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে।
কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা তার পুরো উল্টো বলে বিটিভির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এবিনিউজের পাঠকদের জন্য বিবৃতিটি তুলে ধরা হলো-
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফেডি