![চাঁদপুরে অপরহণ মামলায় যুবকের যাবজ্জীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/22/jabajjibon@abnews_84765.jpg)
চাঁদপুর, ২২ জুন, এবিনিউজ : চাঁদপুরের হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়নে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করার দায়ে মো. কামরুল ইসলাম প্রধানিয়া (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সেলিম মিয়া এই রায় দেন। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
কামরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার রামরা গ্রামের প্রধানিয়া বাড়ীর ডাঃ বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে এবং অপহৃত মাদ্রাসা ছাত্রী শিল্পী আক্তার কাপাইকাপ গ্রামের মো. আব্দুল মমিনের মেয়ে। অপহৃত শিল্পী স্থানীয় কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় যাতায়াতের পথে শিল্পীকে উত্ত্যক্ত করে আসছিলেন কামরুল। পরে ২০০৯ সালের ১৯ জুলাই সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করেন কামরুল। এই ঘটনায় একই বছরের ২৭ আগস্ট হাজীগঞ্জ থানায় কামরুলের বিরুদ্ধে অপরহণ মামলা করেন মেয়েটির বাবা।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান তদন্ত শেষে ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে এ রায় দেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুরের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাবিবুল ইসলাম তালুকদার এসব তথ্য জানিয়েছেন।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর