![আশিকের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/08/ashik_86950.jpg)
ঢাকা, ০৮ জুলাই, এবিনিউজ : ডেইলি অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে রাজধানীর পল্টন থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দ্রুত তরুণ এই আলোকচিত্রীর মুক্তির দাবি জানান সাংবাদিক নেতা ও ফটোসাংবাদিকসহ গণমাধ্যমের অন্যান্য সংবাদকর্মীরা। এ ছাড়া ঘটনাটির সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে সড়কও অবরোধ করেন তারা।
সাংবাদিক নেতারা সমাবেশে বলেন, ‘আমরা জানি, আশিকের বিরুদ্ধে ইয়াবার মিথ্যা মামলা একটি সাজানো নাটক। যেভাবে মিথ্যা মামলা সাজিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে তা সাংবাদিক সমাজে শঙ্কার সৃষ্টি করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিয়ে তাকে মুক্তি দিতে হবে। তা না হলে সারা দেশে আমাদের আন্দোলন ছড়িয়ে পড়বে। ’
এর আগে সকাল ১১টা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হন শতাধিক সাংবাদিক।
ঈদের পরদিন মধ্যরাতে রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠান শেষে দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরার সময় শান্তিনগর বাজারের বিসমিল্লাহ হোটেলের সামনে আশিক মোহাম্মদ আটকায় পল্টন থানার টহল পুলিশ। এরপর পুলিশ তাকে তল্লাশি করে কিছু না পেলেও আটক করে বলে অভিযোগ করেন তার স্বজনরা। তারা আরও জানান, এরপর ছেড়ে দেওয়ার শর্ত হিসেবে এক লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় আশিককে পকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে মামলা দিয়েছে বলে অভিযোগ তাদের।
এবিএন/সাদিক/জসিম/এসএ