বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • মৌলভীবাজারে অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

মৌলভীবাজারে অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

মৌলভীবাজারে অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

মৌলভীবাজার, ০৯ জুলাই, এবিনিউজ :অস্ত্র ও বিস্ফোরক মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মৌলভীবাজারের একটি আদালত।

অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম আজ রবিবার এ রায় দেন।

দণ্ডিত লুৎফুর রহমান হারুন জেএমবি সদস্য বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেফতার করে।

তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয় বলে মামলায় বলা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

সরকারি কৌঁসুলি কৃপাসিন্ধু দাশ জানান, লুৎফর ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশাস্থ শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ও ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলার মামলাসহ আরও কয়েকটি মামলার আসামি। এসব মামলা বিচারাধীন আছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত