![ভারতে ২টি ইংরাজি চ্যানেলের বিরুদ্ধে তদন্ত শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/momota_87471.jpg)
ঢাকা, ১০ জুলাই, এবিনিউজ : পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা এবং অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে দু’টি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিআইডি। অভিযোগে উল্লেখ করা হয়েছে চ্যানেল দু'টির দু’জন সঞ্চালকের নাম।
ওইদিনই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান ট্যুইটে বলেন ইন্ডিয়া টুডে, টাইমস নাউ ও রিপাবলিকের মতো সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলগুলি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে৷ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি৷
এরপরই ওই দু’টি চ্যানেলের বিরুদ্ধে দু’টি পৃথক অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় হুগলির শ্রীরামপুর থানায়। তদন্তভার নেয় সিআইডি। হিংসা ও অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি মামলা রুজু করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইনেও। রুজু হওয়া নির্দিষ্ট দু’টি মামলার ভিত্তিতে গতকাল রবিবার ওই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
সিআইডি সূত্রে জানা গেছে, প্রথমে ওই দু’টি চ্যানেলে ৭ জুলাই সন্ধ্যায় সম্প্রচারিত কিছু ছবি, খবর ও মন্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে। তার পর ডেকে পাঠানো হবে চ্যানেল দু’টির সঞ্চালক ও কর্ণধারদের।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি