![বরগুনায় মিথ্যা মামলা করার অপরাধে বাদীকে দুই বছর কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/11/karadando@abnews24_87645.jpg)
বরগুনা, ১১ জুলাই, এবিনিউজ : মিথ্যা ধর্ষণ মামলা করার অপরাধে বাদীকে দোষী সাব্যস্ত করে দুই বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান আজ মঙ্গলবার এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত আসামী হলো- বেতাগী পৌরসভার আবদুল মালেক এর স্ত্রী মোসা. তাসলিমা বেগম।
মামলা সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামী তাসলিমা বেগম ২০০৯ সালের ৩০এপ্রিল বরগুনা ওই ট্রাইব্যুনালে প্রতিবেশী মৃত নুর মোহাম্মদের ছেলে আবদুল মন্নান হাওলাদারকে আসামী করে একটি ধর্ষন মামলা করে। সেই মামলায় বাদী উল্লেখ করেন, ২০০৭ সালের ৬ জুন আবদুল মান্নান রাত আটটার সময় তাসলিমা বেগমের বসত ঘরে ঢুকে তাকে ধর্ষন করে। বেতাগী থানার তদন্তকারী কর্মর্কতা
প্রজিৎ কুমার রায় মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ২৭ জুন ফাইনাল রির্পোট দেয়। ট্রাইব্যুনাল ২০০৮ সালের ৪ আগষ্ট আসামী আ. মন্নান হাওলাদারকে খালাস প্রদান করেন। তাসলিমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ এনে আসামী আ.মান্নান হাওলাদার ক্ষুব্দ ও ক্ষতিগ্রস্থ্য হয়ে একই ট্রাইব্যুনালে বাদী হয়ে ২০০৯ সালের ২১ জুন তাসলিমা বেগমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় একটি মামলা করেন। সাক্ষ্য প্রমান শেষে ট্রাইব্যুনাল তাসলিমা বেগমকে উপরোক্ত দন্ড প্রদান করেন।
রায় প্রদান করার পর আ. মান্নান হাওলাদার বলেন, আমার ৫৫ বছরের জীবনের সব অর্জন তাসলিমা বেগম একটি মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে শেষ করে দিয়েছে। আজ হতে আমি মুক্ত।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক