শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ, ১৮ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জে আবদুর রাজ্জাক মল্লিক নামে এক মাঝিকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের আমির মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৩), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পিরেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২২) ও কার্তিক হাওলাদার নামে এক ব্যক্তি।

রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, হরিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের আজগর মল্লিকের ছেলে আবদুর রাজ্জাক (৪০) ও লালটু মল্লিক দুজন মিলে ঝিটকাবাজার এলাকায় ইছামতী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা চালাতেন। তারা দুজনই এর মালিক ছিলেন।

২০১৫ সালের ৫ অক্টোর রাজ্জাক একাই নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হন। এরপর লালটু ঝিটকাবাজারে খোঁজ নিয়ে জানতে পারেন, ৫ জন রাজ্জাকের নৌকা ভাড়া করে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ।

এর চার দিন পর ৯ অক্টোর লালটু অজ্ঞাতসংখ্যক আসামির বিরুদ্ধে অপহরণ মামলা করেন জানিয়ে আইনজীবী সালাম বলেন, এ ঘটনায় পুলিশ ৩ জনের বিরুদ্ধে আাদালতে অভিযোগপত্র দেয়। আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান সেই ৩ জনকেই ফাঁসির রায় দিয়েছেন বলে জানান আইনজীবী সালাম।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত