![মানিকগঞ্জে মাঝি হত্যার দায়ে ৩ জনের ফাঁসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/18/fashi-ray@abnews_88826.jpg)
মানিকগঞ্জ, ১৮ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মানদীতে আবদুর রাজ্জাক নামে এক মাঝিকে হাত-পা বেঁধে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত।
মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান মঙ্গলবার দুই বছর আগে সংগঠিত এ মামলার রায় ঘোষণা করেন।
আসামিরা হলো, পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের আমির মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৩), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পিরেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২২) ও কার্তিক হাওলাদার নামে এক ব্যক্তি।
এ ছাড়া দ্বন্ড প্রাপ্ত প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এদিকে দ্বন্ড প্রাপ্তদের মধ্যে আসামী মনিরুল ইসলাম ও কার্তিক হাওলাদারকে পেনাল কোডের ২০১/৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ৫ হাজার টাকা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদানকরা হয়।
অপর দিকে আসামী কার্তিক হাওলাদারকে পেনাল কোডের ৩৮৫ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান অনাদায়ে
আরো ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ আগষ্ট নৌকার মাঝি আব্দুর রাজ্জাক কে তার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওই দ্বন্ড প্রাপ্ত তিন আসামী। এক পর্যায়ে আসামীরা ওই নৌকার মাঝিকে ভাড়া করে পদ্মায় ঘুরতে বের হয়। পরে ওই তিন আসামী নৌকার মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হরিরামপুর থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পিপি মো: আব্দুস সালাম।
অন্যাদিকে আসামী পক্ষের কৌশলী ছিলেন শ্রিপা রানী সাহা।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর