শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • আদালত
  • ৩৫তম বিসিএসে ক্যাডার পদে উত্তীর্ণ ১৫ প্রার্থীকে তলব

৩৫তম বিসিএসে ক্যাডার পদে উত্তীর্ণ ১৫ প্রার্থীকে তলব

৩৫তম বিসিএসে ক্যাডার পদে উত্তীর্ণ ১৫ প্রার্থীকে তলব

ঢাকা, ১৯ জুলাই, এবিনিউজ : ৩৫তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে উত্তীর্ণ ১৫ প্রার্থীকে তলব করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আইম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ১৫ ব্যক্তির নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী ২৪ জুলাই সকাল ১১টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগারগাঁও পিএসসি অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া উল্লেখিত ১৫ জনের মধ্যে ১১ জন প্রার্থীকে সিভিল সার্জন কর্তৃক উচ্চতা, ওজন এবং বুকের মাপের সনদ কমিটির নিকট দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩৫তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫ প্রার্থীর নিয়োগ সুপারিশ স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমন সিদ্ধান্ত নেয় পিএসসি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত