শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • চাঁদপুরে ব্যবসায়ী হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরে ব্যবসায়ী হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরে ব্যবসায়ী হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুর, ২৪ জুলাই, এবিনিউজ : চাঁদপুরে ব্যবসায়ী মকবুল হোসেন মালকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. লুৎফুর রহমান খালাশী (৩০) শরীয়তপুরের ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা গ্রামের আব্দুর রহমানের ছেলে। যাবজ্জীবন প্রাপ্ত মো. সুজন খাঁ (২৫) চাঁদপুর শহরের মধ্যম শ্রীরামদী কবর স্থান রোডের নান্নু খাঁর ছেলে।

একইসঙ্গে দুই আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাছাড়া অন্য এক ধারায় আসামিদের সাত বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহাঙ্গীর ঢালীর নামে এক আসামিকে আদালত খালাস দিয়েছে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু ।

মামলার নথি থেকে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা থানার বড়ইগাঁও গ্রামের ব্যবসায়ী মকবুল হোসেন মাল চাঁদপুরের পুরানবাজারে ব্যবসা করতেন। ২০১৩ সালের ২৬ জানুয়ারি রাতে পুরানবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান হাজী এন্টারপ্রাইজ থেকে টাকা পয়সা নেওয়ার সময় চিৎকার করলে আসামিরা তাকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। তার চিৎকারে টহল পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় এবং রক্তমাখা ছুরি উদ্ধার করে। একই সময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা লুৎফুর ও সুজনকে আটক করে।

এই ঘটনায় মকবুলের ভাই আবুল হোসেন বাদী হয়ে মামলা করেন। একই বছরের ৩১ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত