![প্রতিশোধ নিতে সহযোগীদের নিয়ে ধর্ষণ: স্বামীর মৃত্যুদণ্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/27/jhalakathi-jaudge-court_90843.jpg)
ঝালকাঠি, ২৭ জুলাই, এবিনিউজ : জেলার রাজাপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রতিশোধ নিতে সহযোগীদের নিয়ে ধর্ষণের পর স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও রায়ে তিনজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জাহাঙ্গীর পলাতক ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, রাজাপুরের বদরপুর গ্রামের তাছেম আলীর মেয়ে আখি বেগমকে (২৫) চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ঢাকা নিয়ে ধর্ষণ করে পাশের চরইন্দ্রপাশা গ্রামের জাহাঙ্গীর হাওলাদার। এ ঘটনায় আখি ধর্ষণের অভিযোগে ঝালকাঠির আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে জাহাঙ্গীর তাকে বিয়ে করলে মামলা তুলে নেয় আখি।
পরে আখিকে ঢাকা নিয়ে বসবাস শুরু করেন তার স্বামী জাহাঙ্গীর হোসেন। পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে ঢাকা থেকে আখিকে রাজাপুরের মঠবাড়ি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশে নিয়ে এসে তিন সহযোগীসহ জাহাঙ্গীর তাকে ধর্ষণের পরে হত্যা করে।
এ ঘটনায় আখির মা রাশেদা বেগম বাদী হয়ে পরের দিন রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই হানিফ সিকদার ২০০৯ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
এবিএন/জনি/জসিম/জেডি