![একাত্তর টেলিভিশনের ওয়েবসাইটে সাইবার হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/02/ekattor-tv_92127.jpg)
ঢাকা, ০২ আগস্ট, এবিনিউজ : বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশনের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। জনপ্রিয় এই চ্যানেলটির ওয়েবসাইটে (https://www.ekattor.tv/) ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠছে - HACKED BY Amjonata ‘নাস্তিক মিডিয়া: ইসলামবিদ্বেষী কার্যক্রম বন্ধ করো’।
সাইটটি হ্যাক করে এতে আরবী গানও জুড়ে দিয়েছে হ্যাকাররা। তবে কোন দেশে থেকে সাইটটি হ্যাক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সাইট হ্যাকডের বিষয়ে জানতে চাইলে একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু বলেন, ‘হ্যাকডের বিষয়ে আমি জানি না। আমাকে কেউ বলে নাই। আর এ বিষয় দেখেন তৌফিক।’
তিনি আরো বলেন, ‘ওয়েবসাইট নিয়ে আমরা খুব বেশি সিরিয়াস না। তবে জানুয়ারি থেকে পুরা পোর্টালকে নিয়ে নতুন একটা কাজ শুরু করবো। এজন্য ওয়েবসাইট নিয়ে সিরিয়াস না। তাই হ্যাকড হতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে একাত্তরের সিনিয়র রিপোর্টার শফিক আহমেদ জানান, একাত্তরের আইটি বিভাগ থেকে বলা হয়েছে, তারা এটা উদ্ধারে কাজ করছেন। খুব তাড়াতাড়িই তা উদ্ধার করতে সক্ষম হবেন তারা।
এবিএন/জনি/জসিম/জেডি