সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • বরগুনায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

বরগুনায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

বরগুনায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

বরগুনা, ০৩ আগস্ট, এবিনিউজ :বরগুনায় কবির হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন।

সাজা প্রাপ্তরা হলেন- আবদুল জলিল, মনির, রহিম, ছাত্তার, রুহুল আমিন, মুজিবর, জলিল মীর (পলাতক)। এ মামলায় বাকি ৫ আসামিকে মুক্তি দিয়েছেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভেঅকেট কমল কান্তি দাস।

২০০৫ সালের ২ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠকে কবির হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহত কবির হাওলাদারের স্ত্রী ছদুরা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ওই রায় দেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত