![সিঁধ কেটে দুই বোনকে ধর্ষণের মামলায় পাঁচজনের যাবজ্জীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/20/adalot_95679.jpg)
সিলেট, ২০ আগস্ট, এবিনিউজ : সিলেটের বিয়ানীবাজারে পরিবারের সামনে দুই বোনকে ধর্ষণের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
সিলেট শিশু আদালতের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ফখরুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের সৈয়দুর রহমান সাইফুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের সেলিম আহমদ, বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের জয়নুল ইসলাম এবং তাঁর বড় ভাই নজরুল ইসলাম ও কালাম আহমদ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে বেঁধে রেখে দুই বোনকে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় অভিযোগ করেন তাঁদের বাবা। তদন্ত শেষে ওই বছরের ১২ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১২ জনের সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত। ধর্ষণের শিকার দুই বোন ওই বছর এসএসসি পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়েছিলেন।
এবিএন/মমিন/জসিম