বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মশা মারার অভিনব কীটনাশকে নতুন আশাবাদ

মশা মারার অভিনব কীটনাশকে নতুন আশাবাদ

ঢাকা, ২৫ আগস্ট, এবিনিউজ : বিজ্ঞানীরা নতুন এক ধরনের কীটনাশক তৈরি করেছেন যেটি মিষ্টির প্রতি মশাদের আকর্ষণকে ব্যবহার করবে এবং যেটি খেলে মশারা মনে করবে তারা মিষ্টি খাচ্ছে।

এই ওষুধ এমন রাসায়নিক রয়েছে যা কৃত্রিমভাবে মিষ্টির গন্ধ তৈরি করবে যাতে মশারা আকৃষ্ট হয়।

মিষ্টি ভেবে এই কীটনাশক পান করার পর মশা মরে যাবে।

ম্যালেরিয়ার কবলিত আফ্রিকার দেশ তানজানিয়ায় এই কীটনাশকের পরীক্ষায় দেখা গেছে এতে মশা প্রায় শতভাগ নির্মূল হয়ে যায়।

ভেকট্র্যাক্স নামের এই কীটনাশক ম্যালেরিয়া ছাড়াও জিকা ভাইরাস ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে কার্যকরী হবে।

কীটনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এজেনর মাফ্রা-নেটো কোম্পানি বলছেন, ওষুধটি তারা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবে এবং জাতিসংঘ ও অন্যান্য বেসরকারি ত্রাণ সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। সূত্র: বিবিসি বাংলা

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত