![এমপিদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের মাধ্যম আমার এমপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/28/amar-mp_97144.jpg)
ঢাকা, ২৮ আগস্ট, এবিনিউজ : যুক্তরাজ্যের একজন এমপিকে একদিন সন্ধ্যায় একবার ই-মেইল পাঠিয়েছিলেন প্রবাসী প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্ত। রাত ১০টায় রিপ্লাই পেয়ে যান তিনি। এত দ্রুত একজন জনপ্রতিনিধির জবাব পেয়ে তিনি ভাবলেন, এমনটা যদি বিদেশে সম্ভব হয় তবে বাংলাদেশে কেন নয়? বাংলাদেশের সংসদ সদস্যরা যেন দ্রুত জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা জনগণের প্রশ্নের উত্তর দিতে পারেন, এমন ব্যবস্থা করার চিন্তা থেকেই শুরু হয় আমার এমপি ডটকমের পথচলা। আমার এমপি ডটকমের কাজ শুরুর আগে সুশান্ত বাংলাদেশের সংসদ সদস্যদের সামাজিকমাধ্যমে উপস্থিতির ওপর রিসার্চ করেন।
প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্ত একজন পরিচিত ব্লগার। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি করে তিনি পরিচিতি অর্জন করেছেন অনলাইন মাধ্যমগুলোতে। হবিগঞ্জের সন্তান সুশান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে ডিস্টিংশনসহ স্নাতকোত্তর করেন।
আমার এমপি ডটকম গড়ার পেছনে সুশান্তের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ব্লগিং। আমার ব্লগ, আমার প্রকাশনীর ধারাবাহিকতায় তৈরি হয়েছে আমার এমপি। ২০১৩ সাল থেকে এটি কাজ করছে সংসদ সদস্যদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে।
সুশান্ত ভাবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনপ্রতিনিধি এবং জনসাধারণের মাঝের দূরত্ব কমিয়ে আনবে। অনলাইন পিটিশন, নির্বাচনের আগে নির্বাচন কমিশনে প্রকাশিত জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব সংরক্ষণ এবং জনমত জরিপের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুসংহত ও দায়িত্বশীল করার লক্ষ্যে কাজ করবে আমার এমপি। সংসদ সদস্যদের দায়িত্ব, কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে। অরাজনৈতিক, অলাভজনক এবং উন্নয়নমূলক সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করাই তাদের মূল পরিকল্পনা।
জানা গেল, বর্তমানে সাইট ডেভেলপমেন্টের পাশাপাশি সংসদের ৩৫০ আসনের বিপরীতে ৩৫০ জন প্রতিনিধি নিয়োগের কার্যক্রম চলছে। এমপিদের সঙ্গে যোগাযোগের কাজ করছেন প্রতিনিধিরা, যারা আমার এমপির অ্যাম্বাসেডর। এখন পর্যন্ত ১৫০ জন এমপি এতে যুক্ত হয়েছেন এবং এদের প্রায় ১০০ জন জনগণের প্রশ্নের উত্তর দিয়েছেন।
কিছুদিন আগে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সইরষষরড়হঃয ঝড়ঁঃয অংরধ অধিৎফ ২০১৭ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড অর্জন করেছে আমার এমপি ডটকম। এটি মূলত প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত করা হয়।
সুশান্ত জানান, ভবিষ্যতে তারা তাদের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করবেন। আটটি ডিভিশনাল অফিসের পাশাপাশি ৬৪ জেলায় আমার এমপি ডটকমের শাখা অফিস খুলবেন তারা। এ ছাড়া বাংলাটিভি ইউকেতে সাপ্তাহিক টিভি অনুষ্ঠানও করছেন তারা।
সম্প্রতি এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড পেয়েছে আমার এমপি ডটকম। এ প্রসঙ্গে আপনার অভিজ্ঞতাগুলো কেমন ছিল?
আপাতত সুশান্তের পরিকল্পনা আমার এমপিতে ৩৫০ জন এমপির যোগদান নিশ্চিত করা। এটি করতে পারলেই তার স্বপ্নপূরণ হবে বলে মনে করেন তিনি।
এবিএন/সাদিক/জসিম/সাদিক