![বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/14/sokaler-khobor2_99867.jpg)
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : বন্ধ হয়ে গেল র্যাংগস গ্রুপের মালিকানাধীন দৈনিক সকালের খবর পত্রিকা। প্রকাশনায় আসার ছয় বছর পর বৃহম্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক পত্রিকাটির একজন সিনিয়র রিপোর্টার সকালের খবর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। র্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন। ২০১১ সালের ২২ মে পত্রিকাটি বের হয়।
এদিকে ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়।
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের পাওনা পরিশোধ করার কথা বলা হয়েছে বলে জানা গেছে।
এবিএন/জনি/জসিম/জেডি