শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • খাগড়াছড়িতে প্রথমবারের মতো ডেথ রেফারেন্সের শুনানি

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ডেথ রেফারেন্সের শুনানি

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ডেথ রেফারেন্সের শুনানি

খাগড়াছড়ি, ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালতে প্রথমবারের মতো ডেথ রেফারেন্সের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়ে চলে প্রায় এক ঘন্টা ধরে। খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট নুরুল ইসলামের মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে ডেথ রেফারেন্সের শুনানি হয়।

ফুল কোর্ট ডেথ রেফারেন্স বেঞ্চে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জয়নাল আবেদীনের নেতৃত্বে বিজ্ঞ যুগ্ম জেলা জজ মো: খোরশেদুল আলম শিকদার ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন।

আইনজীবী মো: নুরুল ইসলামের মৃত্যুর বিষয়ে আদালতে শুনানি করেন খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশানের সহ-সভাপতি এডভোকেট মো: আবদুল মমিন, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন ও সিনিয়র আইনজীবী কামাল উদ্দিন মজুমদার।

বিজ্ঞ আইনজীবীগনের শুনানির পর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়াত আইনজীবী মো: নুরুল ইসলামের মৃত্যুর বিষয়টি ডেথ রেফারেন্স হিসেবে গ্রহণ করার আদেশ দেন এবং আদালতের বৃহস্পতিবারের বিচারিক কার্যক্রম স্থগিত করেন।

প্রয়াত মো: নুরুল ইসলামের জামাতা এডভোকেট বেদারুল ইসলাম বলেন, খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে বুধবার(২৭ সেপ্টেম্বর) রাতে মৃতবরণ করেন।

এডভোকেট নুরুল ইসলাম রাঙামাটি জেলা সদরের তবলছড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। রাঙামাটিতে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে তিনি খাগড়াছড়ি প্রবেশ করেন। খাগড়াছড়ি শহরের টিএন্ডটি গেইট এলাকায় উনার বাসস্থান ছিল। তিনি খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনে কর্মরত থেকে বিচারপ্রার্থী জনসাধারণকে সেবা প্রদান করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙক্ষী রেখে গেছেন।

এদিকে এডভোকেট মো: নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি’র ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত