![হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/03/hobigoang_abnews24 copy_103158.jpg)
হবিগঞ্জ, ৩ অক্টোবর, এবিনিউজ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামে গৌরব চৌধুরী (২৫) হত্যাকান্ডের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন। নিহত গৌরব চৌধুরী ওই গ্রামের পবনেন্দ্র চৌধুরীর পুত্র।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, একই গ্রামের গৌর মোহন দাস, দিলীপ দাস, সমীর দাস ও তপু দাস। ফাসির দন্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও গণেন দাস ও গৌরাঙ্গ দাস কে ৩ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রামু দাস, নীল মোহন দাস ও রামচরণ দাসকে ১ বছর করে কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া এলাকায় চাউলেরবন্দ জলাশয়ে মাছ ধরা কে কেন্দ্র করে নিহত গৌরব চৌধুরীর সাথে বাকবিতন্ডা হয় আসামীদের। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গৌরব চৌধুরীকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।
পরে এ ঘটনায় নিহত গৌরব চৌধুরীর বড় ভাই গৌরাঙ্গ চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় ৩৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এডভোকেট খালিকুজ্জামান।
এবিএন/নুরুজ্জামান ভুঁইয়া/জসিম/এমসি