![শত্রু মিত্র চিনে নিতে হয়...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/08/ratan_104056.jpg)
শত্রু মিত্র চিনে নিতে হয় ----
সেই তোমার ভাল বন্ধু যে তোমার ছোট ছোট ভুলগুলো শুধরে দেবার চেষ্টা করবে। এটার অর্থ এই নয় যে সে তোমার কাজের সমালোচনা করে। প্রকৃত বন্ধু সেই যিনি তোমার ভাল কাজের প্রশংসা করবেন , ভুল কাজ শুধরে দেবার চেষ্টা করবেন।
আর সেই তোমার ক্ষতি করবে যে তোমার ভাল মন্দ সব কাজে বাহাবা দিবে। এরাই কিন্তু আবার পেছনে সমালোচনা করবে এবং ছুড়ি মারতে দ্বিধা করবে না।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে