বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

ঢাকা, ১২ অক্টোবর, এবিনিউজ : আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়,বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নি¤œচাপটি আরও উত্তর পশ্চিম দিকে সরে দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত