সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

...দোয়া রইল, মহান স্রষ্টা আপনাকে শান্তিতে রাখুক পরপারে

...দোয়া রইল, মহান স্রষ্টা আপনাকে শান্তিতে রাখুক পরপারে

ফাদার বেঞ্জামিন কস্তা, নটরডেম কলেজের সাবেক প্রিন্সিপাল এবং নটরডেম বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি গতকাল বার্ধক্য জনিত রোগের কারণে সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মহৎ মনের এই মানুষটা আমাদের কাছে নায়ক ছিলেন। আমি যখন নটরডেম কলেজে ভর্তি হই তখন খুব আগ্রহ নিয়ে ফাদারদের নাম মুখস্ত করতাম, কেন তাদের ফাদার বলা হয়, মাদার, ব্রাদার,সিস্টার কারা এসব জানতে খুব কৌতুহলী ছিলাম। পরিচিত অনেকেই বলত মিশনারি কলেজ, সাবধান থাকিস, ওরা একটা মিশন নিয়ে বাংলাদেশে এসেছে, অনেক মুসলমান হিন্দুকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। প্রথমদিকে একটা আশংকা কাজ করত, ভাবলাম পড়তে এসেছি শুধু পড়ালেখায় মনোযোগ দেই। কিন্তু কিছুদিন ক্লাস করার পর বুঝতে পারলাম এ এক অন্য জগত আমাদের নটরডেম। শুধু পাঠ্যবই নয়, সৃজনশীল জীবন গড়ার অন্যতম এক তীর্থ স্থান নটরডেম কলেজ। জড়িয়ে পড়লাম বিভিন্ন ক্লাব একটিভিটিস এ, মিশতে থাকলাম স্যারদের সাথে গভীর ভাবে, সান্নিধ্য পেলাম ফাদার বেঞ্জামিন কস্তা, ফাদার বকুল এস রোজারিওর। নটরডেম কলেজ হল প্রতিটা জেলার, প্রতিটা ধর্মের ছাত্রদের মিলনমেলা। এখানে কোন ধর্মীয় গোঁড়ামি নেই, ধর্মীয় বাধ্যবাধকতা নেই, যার যার ধর্ম তার তার, সব ধর্মের ছাত্রদের মাঝে এক অভূতপূর্ব মিলন ভালবাসার কেন্দ্রবিন্দু হল আমাদের নটরডেম। একদিন ইন্টার কলেজ দাবা চ্যাম্পিয়নশিপ এ নাম লেখালাম, দেখতে দেখতে আমি ফাইনাল রাউন্ডে চলে গেলাম, প্রতিদ্বন্দ্বী হল ভিকারুন্নেসা কলেজের এক মেয়ে, খুব সম্ভবত ওর নাম ছিল রুকাইয়া। ফাদার বেঞ্জামিন এসে আমাকে বললেন তুমি জিতবে, ভালভাবে খেল। নির্ঝর অধিকারী স্যার বললেন, আর যাই কর মেয়ে মানুষের কাছে হের না। নির্ঝর স্যার খুব মজা করতেন আমাদের সাথে। আর বিশ্বজিৎ স্যার, যিনি দাবা ক্লাবের মডারেটর আমাকে ডেকে বললেন চ্যাম্পিয়ন হলে উনি ব্যক্তিগত ভাবে আমাকে উপহার দিবেন। স্যারের কাছ থেকে উপহার পাওয়া আর হল না, চ্যাম্পিয়ন ঠিক ই আমি হয়েছিলাম। এর মাত্র কিছুদিন পর বিশ্বজিৎ স্যার মারা যান। ফাদার বেঞ্জামিন কে দেখতাম খুব সাদাসিধে জীবন যাপন করতে। মাত্র কয়েকটা জামা উনি ঘুরিয়ে ফিরিয়ে পড়তেন অথচ কত পরিপাটি থাকতেন তিনি। আমরা জানি উনি নিজের জামার বোতাম নিজে লাগাতেন, বিলাসিতা কে উনি খুব অপছন্দ করতেন। সত্য সহজ সরল শান্তিময় জীবন ছিল উনার একান্ত কাম্য। কলেজ লাইফের পর ও স্যার এর সাথে মাঝে মাঝে যোগাযোগ হত, স্যার প্রাণভরে দোয়া করতেন। স্যার, আজ আপনার জন্য আমাদের সকল নটরডেমিয়ানদের দোয়া রইল, মহান স্রষ্টা আপনাকে শান্তিতে রাখুক পরপারে।

#Proud_to_be_a_Notredamian.

নাসরুল কবির কায়েম নিহাদ’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত