
বিতর্কটা ভালো লাগেনি।চাইলে পৃথিবীর সবচেয়ে নিখুঁত বিষয় কিংবা বস্তুকেও প্রশ্নবিদ্ধ করা যায়।কিন্তু কোনটা প্রশ্নবিদ্ধ করবো আর কোনটা করবোনা - মানসিকতার পার্থক্যটা ওখানেই।
দেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ ফ্রিলেন্সার বিদেশী আইটি কোম্পানিগুলোর সাথে অনলাইনে কাজ করে বছরে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ আয় করে।প্রায় ১৫ বিলিয়ন ডলার আসে প্রবাসীদের কাছ থেকে। বৈধ পথে আসলে এই পরিমান দ্বিগুন হয়ে যাবে।
বৈধ পথে এই অর্থ দেশে আনলে ক্ষতিগ্রস্থ হবে লুটেরা হুন্ডি ব্যাবসায়ী চক্র। সুতরাং তারা সমালোচনা করবেই।
যারা ফ্রিলেন্সার হিসাবে কাজ করেন তারা জানেন, এতদিন Pay Pal সার্ভিস না থাকায় কত কষ্ট করে তাদের পাওনা টাকা দেশে আনতে হয়েছে। হুন্ডি করতে গিয়ে অনেক টাকা গচ্ছাও দিতে হয়েছে।অনেক চড়াই উৎরাই পেরিয়ে Pay Pal সার্ভিস দেশে আনা হচ্ছে। আপাতত শুধু দেশে অর্থ আনার সার্ভিস চালু হচ্ছে। পর্যায়ক্রমে সব সার্ভিস চালু হবে।
বিশ্বের ২০৩টি দেশে Pay Pal সার্ভিস চালু আছে। Pay Pal পুরো ওয়ালেট চালু আছে মাত্র ২৯ দেশে।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে