![সাংবাদিক উৎপল দাসের খোঁজ মিলছে না](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/23/ournalistutpol@abnews_106832.jpg)
ঢাকা, ২৩ অক্টোবর, এবিনিউজ: পরিবারের অভিযোগ অনুযায়ী অনলাইন একটি পত্রিকা পূর্বপশ্চিমবিডিনিউজের সাংবাদিক উৎপল দাস তেরো দিন ধরে নিখোঁজ রয়েছেন। সেই অভিযোগে আজ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার বাবা চিত্ত রঞ্জন দাস।
বিবিসি বাংলাকে তিনি বলেছেন ১০ ই অক্টোবর দুপুরে তার ছেলের সাথে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিলো মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র সাংবাদিক।
এর আগে তার কর্মস্থল থেকেও একটি সাধারণ ডায়েরী করেন অনলাইন পোর্টালটির সম্পাদক। তিনি তার ডায়েরীতে লিখেছেন অক্টোবরের এগারো তারিখ থেকে তিনি অফিসে আসেন নি।
তিনি আরো লিখেছেন যে পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছ থেকে উৎপল দাসের খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক নিশ্চিত করেছেন যে তারা এমন অভিযোগের দুটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছেন। সূত্র: বিবিসি বাংলা।
এবিএন/মমিন/জসিম