
বিএনপি জামাত পন্থী এক সুশীল বলিল ম্যাডাম জিয়া নাকি আদালতে দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছেন।
জিগাইলাম ওনার কোন জবাবে মহামান্য আদালতের দাঁত ভাঙিয়া গেলো ?
ওনি যা জবাব দিলেন তাহা শুনিয়া আমার জবান বন্ধ হইয়া গেলো।সত্য মানিয়া লইয়া বিদায় হইলাম। কোনো কথা বলিতে পারিলাম না।
কেন কিছু বলিতে পাড়িলাম না-এই নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগিতেই পারে। আমি নিশ্চিন্ত ওই বয়ান শুনিলে আপনাদের জবান তব্দা হইয়া যাইবে।
আসেন বিস্তারিত শুনে আসি .........
জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য তাহারা বিদেশ থেকে কোটি কোটি টাকা অনুদান আনিয়াছেন। যেই টাকা দেশের এতিমদের জন্য খরচ করার কথা, সেই টাকা ব্যাংক থেকে বেগম জিয়া নিজেই তুলিয়া আত্মসাৎ করিয়াছেন- মামলাটা ছিল এই অপরাধের।
মহামান্য আদালত ওনাকে এই প্রশ্নটিই করেছিলেন যে এতিমদের টাকা বেগম জিয়া নিজে কেন খাইয়া ফেলিলেন।
বেগম জিয়া খুব শক্ত ভাবেই বলিলেন, তিনি ওই টাকা আত্মসাৎ করেন নাই, এতিমদের জন্যই ব্যয় করিয়াছেন।
সরকার পক্ষের উকিল জানিতে চাহিলেন, কখন কোথায় কোন এতিমদের জন্য ব্যয় করিলেন ?
বলিয়া ম্যাডাম জিয়া বলিলেন, তিনি তার এতিম দুই সন্তান তারেক-কোকো’র জন্য এই টাকা ব্যয় করিয়াছেন।
উত্তর শুনিয়া উপস্থিত সকলের চোখ কপালে উঠিল। উকিল জানিতে চাহিল , হাজার কোটি টাকার মালিক তারেক-কোকো এতিম হইলো ক্যামনে ?
এই প্রশ্ন শুনিয়া রাগান্বিত ম্যাডাম জিয়া বলিলেন, “চুপ বেয়াদব”! তুমি জানোনা যাদের অল্প বয়সে বাবা মারা যায় তাদেরকে এতিম বলা হয়।
এরপর তাদের কপালের চোখ আর নিচে নামিলো না।অধিকন্তু জবান শুনিয়া দাঁত গুলো খসিয়া পড়িল।
ম্যাডামের জবানের খুশিতে উত্তেজনা ধরিয়া রাখিতে না পারিয়া জিয়ার সৈনিক উকিল সাহেবরা আদালত প্রাঙ্গনে মারামারিতে লিপ্ত হইলো।
নোট:- এই দাঁতভাঙ্গা জবাবে আপনাদের দাঁতগুলো সাথে আছে কিনা একটু চেক করিয়া নিয়েন।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে