
সৎ থাকাটা খুব কঠিন জিনিষ। তবে সৎ থাকার সুবিধা অনেক।
১। আপনি অসৎ লোককে অসৎ বলার সাহস দেখাতে পারবেন
২। উচিত কথা কারো মুখের উপর বলে ফেলতে পারবেন।
৩। আপনাকে অন্যরা ভয় পাবে কিন্তু আপনি কাউকে ভয় পাবেন না
৪। অনেক কঠিন কাজ সহজে করে ফেলতে পারবেন।
৫। নিজের বিবেকের কাছে সবসময় সচ্ছ থাকতে পারবেন।
৬। আপনার নৈতিক শক্তি থাকবে পাহাড়সম।
৭। সবসময় মাথা উঁচু করে কথা বলতে পারবেন।
৮। প্রকাশ্যে না হলেও পেছনে আপনাকে সবাই সম্মান করবে।
৯। অসৎ লোকেরা অন্যায় করার প্রস্তব দিবে না।
১০। মৃত্যুর পরও আপনাকে মানুষ শ্রদ্ধা করবে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে