বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...কমতে থাকুক শিশুদের বাধ্য হতে বিদেশী টেলিভিশন দেখা

...কমতে থাকুক শিশুদের বাধ্য হতে বিদেশী টেলিভিশন দেখা

বাংলাদেশে প্রথম শিশুদের টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’ তার যাত্রা শুরু করেছে গত কিছুদিন আগে। এটি বাংলাদেশের টেলিভিশন সেক্টরে একটি মাইল ফলক। শিশুদের সামান্য কিছু সময়ের চাংক নয়- সারাটা দিন তাদের জন্যেই একটা টেলিভিশন তার যাত্রা শুরু করেছে। মুখের অভিনন্দনে ভুলে যাওয়া শুধু নয়- এটি আরো অনেক বড় একটা বিষয়।

গত কয়েকদিন ধরেই খেয়াল করলাম- এই ঘটনাটি নিয়ে প্রিন্ট বা অনলাইনে প্রয়োজনীয় গুরুত্বের অনেকটাই অবহেলা। বিষয়টি আমরা সামনে আনছি না, অথচ আমরাই আমাদের শিশুরা বাংলা ভাষায় ভালো অনুষ্টান নেই, তাই বিদেশী কার্টুন দেখে- এমন কথা বেশ জোড় গলাতে বলি। দূ:খজনক হলেও বাস্তবতা হলো- আমরা নিজেদের দেশের বড় উল্লেখ করার মতোন ঘটনা নিয়ে বলতে দ্বিধান্বিত, অথচ দায় চাপানোর কাজে শতভাগ ব্যাস্ত।

আজ বেশ কিছুটা সময় ‘দুরন্ত’ দেখলাম।এই মধ্য চল্লিশে আমি ফিরে পেলাম শৈশব আর কৈশরের সেই হারিয়ে যাওয়া গন্ধ। ভালো লাগলে- অভিনন্দন ‘দুরন্ত’ টেলিভিশন। এভাবেই বদল আসুক- কমতে থাকুক শিশুদের বাধ্য হতে বিদেশী টেলিভিশন দেখা।

অঞ্জন রায়’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত