
সিলেট, ২৯ অক্টোবর, এবিনিউজ : চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগ বহাল রাখায় তারা জামিনে মুক্তি পেয়েছেন।
আজ রবিবার বেলা দেড়টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা ছাড়া পান।
গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া নেতৃত্বাধীন বিচারপতি মুহাম্মদ ইমান আলী, বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের আদেশ দেন।
জেল সুপার আবদুল জলিল বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় চারটি ধারায় এ দুজনের ১৪ বছর কারাদণ্ড দেন আদালত। এরপর ৬ এপ্রিল প্রতারণা করে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাত ও জালিয়াতির আরেক মামলায় রাগীব আলীর ১৪ বছর ও ছেলে আবদুল হাইয়ের ১৬ বছর কারাদণ্ড হয়।’
তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেন তারা। আদালত জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করে। বৃহস্পতিবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন আপিল বিভাগ খারিজ করলে তাদের জামিন আদেশ বহাল থাকে।
প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাত অভিযোগের মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। এ সময় আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
দণ্ড বিধির ৪৬৬ ধারায় ছয় বছর, ৪৬৮ ধারায় ছয় বছর, ৪৭১ ধারায় এক বছর এবং ৪২০ ধারায় এক বছর, অর্থাৎ তাদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন দায়রা জজ আদালতে আপিল করেন পিতা-পুত্র। পরবর্তী সময়ে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এর পর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তারা। পরে হাইকোর্ট তাদের জামিন দেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তা খারিজ করে দেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ