![...এরা দুই পা ওয়ালা মানুষ নয় এরা চার পা ওয়ালা বরাহ শাবক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/ratan-kumar_107923.jpg)
আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লা চৌধুরী বিজয় ৭১কে বলেন, দৈনিক আমাদের সময়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।কেননা আমাদের সময় নামক কোন পত্রিকার প্রতিনিধির সাথে আমার কোন কথা হয়নি।আগামী নির্বাচনে কাকে প্রার্থী দেওয়া হবে এটি মনোনয়ন বোর্ডের বিষয়। আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদেরে সাথে সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ মনোনয়ন নিয়ে যে সংবাদ প্রচার কার হয়েছে তা সম্পূণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া। ৭১ এর পরাজিত শক্তির গভীর ষড়যন্ত্রের অংশ এটি।দলের মধ্যে বিভাজন তৈরি করার জন্য জ্ঞানপাপী লোকেরা এটি করছে।
মন্তব্য : গত দুদিন যাবৎ কিছু মানুষ আমাদের সময় এর নিউজটিকে শেয়ার দিয়ে বেড়িয়েছে। তা হলে তারা যে মিথ্যা নিউজটাকে শেয়ার দিল তাদেরকে কি বলবো ? হুজুগে বাঙালি ? , অর্বাচীন ? , শিশুসুলভ আচরণ ? শুধু তাই নয় তাদের নৃত্য দেখে মনে হলো এরা দুই পা ওয়ালা মানুষ নয় এরা চার পা ওয়ালা বরাহ শাবক ।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে