বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি...

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি...

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে ক্ষোভ জানাতে পারছি না। তার কারণ পরে বলছি। এই হামলার দুই তিন ধরণের ব্যাখ্যা মাঠে এসেছে। যেমন- আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেছে, অনেকে বলছে জয় বাংলা বলে বিএনপি-র নেতা-কর্মীরা এই হামলা করেছে, আবার অনেকে বলছে এটা বিএনপি-র অন্তকোন্দল। আমি এর সম্ভাবনা কোনটাই খারিজ করছি না। তবে বিএনপি-র অন্তকোন্দল ও মনে হয় নি। কারণ অন্তকোন্দল করার জন্য যে কজন কর্মী লাগে তা বিএনপি-র আছে কিনা সন্দেহ। আবার ফেনীতে থাকার কারণে সরেজমিনে আমি আরেকটা বিষয় খেয়াল করলাম। বি এন পি নেত্রী খালেদা জিয়া যখন সারা দেশব্যাপী পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়েছিল তখন এই রুটেই বেশি সান্ত্রাস চালিয়েছিল। যখন ফেনীর মানুষজন এটা শুনল যে খালেদা জিয়া যাওয়ার পথে ফেনীতে অবস্থান করবে তখন জনতা বিক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার গাড়ি বহর রোধ করে। এই বিক্ষুব্ধ জনতার মধ্যে হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিল। জনতা ও আওয়ামী সমর্থকদের এই কর্মকাণ্ড যাতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড হিসাবে প্রচারিত না হয় সেক্ষেত্রে আওমামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত থেকে সেটাকে সাধ্যমতো প্রতিহত করার চেষ্টা করেছে। সর্বসাকুল্য বিক্ষুব্ধ জনতাকে ট্যাকল দেওয়া যায় নি। তাই বিক্ষুব্ধ জনতা যখন খালেদা জিয়ার গাড়ি যেতেই দিচ্ছিল না তখন এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি নেতা- কর্মীরা সাংবাদিকদের গাড়িতে হামলা করে।

সায়েম খান বিএসএল’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত