![...দিন শেষে কিন্তু আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/01/ratan_108575.jpg)
হাসপাতাল ভাংচুড় , ডাক্তারের উপর আক্রমন কোন সুস্থ সমাজের পরিচায়ক নয়। এটা কারো কাছে কোন অবস্থাতেই কাম্য নয়। ইথিকসের যায়গা থেকে একজন ডাক্তার কোনদিনই চাইবেন না তার রোগির ক্ষতি হোক। রোগির সেবা করা , রোগিকে সাহস দেয়া ডাক্তারদের নৈতিকতা। আমাদের মনে রাখা উচিত ঈশ্বরের পরই আমাদের ডাক্তাদের উপর ভরষা রাখতে হয়। কথায় কথায় ডাক্তাদের দোষারোপ করা , ডাক্তারদের উপর চড়াও হওয়া মোটেই কাম্য নয়। একবার ভেবে দেখুন ডাক্তাররা যদি আপনার চিকিৎসা না করেন আপনি কোথায় যাবেন ? কার কাছে যাবেন ? দিন শেষে কিন্তু আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে