বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • ধর্ষণের দায়ে সাবেক সেনাসদস্যর যাবজ্জীবন

ধর্ষণের দায়ে সাবেক সেনাসদস্যর যাবজ্জীবন

ধর্ষণের দায়ে সাবেক সেনাসদস্যর যাবজ্জীবন

নাটোর, ০৬ নভেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে সাবেক এক সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারক আসামিকে দুই লাখ টাকা জরিমানাও করেছেন।

ধর্ষক কামরুজ্জামান মাসুম উপজেলার নটাবাড়িয়া গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আজ সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক হাসানুজ্জামান এ রায় দেন।

শিশু আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহজাহান কবীর জানান, কামরুজ্জামান ২০১৫ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় মেয়েকে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বাদী হয়ে মামলা করেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত