![...যেমন এক হয়ে যায়- মায়ানমার বা গুজরাতের নিহত মানুষের রক্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/07/anjan-roy_109766.jpg)
সুদিপ্তা বিশ্বাস দিপ্তি। সেই যে শিক্ষিকা- যে অসুস্থ হয়ে ছুটি চেয়ে না পেয়ে ঘুমিয়ে পড়েছিলো। তার খুব বাজে এঙ্গেলের ছবি তুলে সোস্যাল মিডিয়াতে ছড়িয়েছিল এক অসভ্য উপজেলা চেয়ারম্যান। সুদিপ্তা অপমান বোধ করে একটি মামলা করেছিলেন- সেই মামলা এখন আইনের বিবিধ বিধিতে ঘুরপাক খাচ্ছে।
আমি আতংকিত- এবারে দিপ্তি বা তার পরিবারে কারো পরিণতি নাসিরনগরের রসরাজের মতোন হতে পারে। দায়িত্বশীলরা কি বিষয়টি ভাববেন দয়া করে?
এদেশে না শুধু, বিশ্বজুড়েই সংখ্যালঘুদের শায়েস্তা করতে সবচেয়ে সহজে খেলা যায় ধর্মের কার্ড দিয়ে। সেই কার্ডের হামলার- মোহাম্মদ আখলাক, অভিজিৎ রায় বা আমজাদ কাওয়াল- সবগুলো নাম এক হয়ে যায়। যেমন এক হয়ে যায়- মায়ানমার বা গুজরাতের নিহত মানুষের রক্ত।
অঞ্জন রায়’র স্ট্যাটাস থেকে